আবার ফিরব আমি,
চেনা মাটি চেনা পথে বারাণাবত ঘুরে,
বিষন্ন স্মৃতির আলস্য ঘুম ভেঙ্গেচুরে,
তারা খসা শেষ রাতে সুস্নিগ্ধ সলাজে,
ছেঁড়া ছেঁড়া সুখের রঙিন কোলাজে,
দাঁড়াব আবার ভাঙ্গা ভিটের স্তূপে,
শিউলি তলায় অসমাপ্ত কবিতা রূপে ।
তখন প্রথম ভোর বিদগ্ধ আত্মকথার আলোক বর্তিকা ;
ভাললাগায় ছুঁয়ে ছুঁয়ে যাবে আমার পানকৌড়ি দেহের অহমিকা।
ভেসে ওঠা নিপুণ তুলির টানে কিছু তাজা খুশি, কিছু বাসি মতান্তর ,
কিছু না বলা ভিজে অনুভূতি জ্বরের ঘোরের মত নড়াবে অধর।
তখন হেমন্তের শিশির ভেজা পথে কেমনে পেয়ে সে ঘ্রাণ;
ঝড়ের গতিতে উদ্ভ্রান্ত আবহে আমার ঘাটে তুমি ভিড়াবে সাম্পান।
দক্ষিণায়নের পথে যেতে যেতে পৃথিবী হটাৎ অবাক অচঞ্চল,
ঘোর বিস্ময়ে চলা ভুলে স্থির কালের অতল স্রোতজল।
আর সুতীব্র অনুরাগে
তুমি বিশ্বাসে-ওষ্ঠ পরে ওষ্ঠ যুথবদ্ধ শ্বাসে -
আলোকিত পৃথিবীর দেবে উপহার।
আবার নুতনদিনে পুরাতন আমি
ফিরব আবার ।।
==================