তোমাকে প্রথম সৃষ্টি
=================কৃষ্ণা দাস
বালিকার আকাশে প্রথম যখন চোখ মেলল নারী মন;
সেকি অজানিত অনুভবের বিধ্বংসী আলোড়ন।
যেন কোন সুদূর নিহারিকা থেকে ভেসে এল সংকেত-
সবুজ হবে এবার উর্বর মাটি ; ভরে যাবে শষ্যখেত।
দিন রাত অজস্র বারি বর্ষণের বিপুল উচ্ছ্বাসে
ভেসে গেল নারী মন নব উদ্ভাসে।
ভরা মনে  জল থই থই;
অনুভবে তোলপাড় হইচই ।
ঘন ঘোর মেঘ ছায় সমস্ত মন আকাশ চুমি,
বর্ষার প্লাবনে ভেসে যায় বিজন দ্বীপ ভূমি।
শরীরের মন্দিরে ঘন্টার ধ্বনী;
হে পুরষ ; সেই ক্ষণই,-
সাগরের ঢেউ হতে আবেগ সঞ্চারী একান্ত গোপনে
নারী রচিল তোমায় আপন মননে।।
কখনো রামকিঙ্কর ,কখনো যামিনী রায়, অথবা গ্রীক ভাস্কর্যে ঢাকা-
তোমার চিত্র হলো আঁকা।
রবি ঠাকুরের গানে প্রতিষ্ঠিত হল প্রাণ,
হিরামন কোকিলের শুরুহল আজান
তোমাকে ঘিরে ।
আকাশের বুক চিরে
অশনির ছটা,
সেই ক্ষণই মূর্ত হলে তুমি হে মহেন্দ্র,
হে পুরুষ দেবতা ।।
---------------