কালো মেয়ের কথা
===================কৃষ্ণা দাস
জন্ম থেকেই নাম শুনেছি পোড়ারমুখী,
তখন কি আর জানতাম এর মানেটা কী!
নাম আছে বেশ গালভরা এক স্কুলের খাতায়,
নাম শুনে হায় সবাই যখন ফিরে তাকায়-
আমায় দেখে কেমন যেন হয় নীরস,
রঙটা কালো সেকি বল আমার দোষ ?
দেখতে খারাপ নইকো আমি একটুও,
নাক টিকালো, টানা চোখে তবুও দুয়ো ।
নাচতে পারি, গাইতে পারি, লেখাপড়ায় নাম,
নেই তবুও কার কাছে কানাকড়ির দাম।
বড় হলাম, চাকরি হল, তবু মায়ের চোখে জল,
দিনরাত্রি আমার চিন্তা যত্ত আবোল-তাবোল।
বাবার মুখ থমথমে, যেন আমি বড়ই দায়,
নাইবা হল বিয়ে আমার কীইবা ক্ষতি তায়।
আমার দেশের বীর পুঙ্গব কালোয় বড় ভয়,
থাক বেচারা ওদের মত ফরসার আলোয়।
আসে খায়, দেখে যায়, হয় না কারো পছন্দ,
খুব হয়েছে ঢের হয়েছে এবার হোক বন্ধ।
আমার আমিকে দেব আমি সেদিনই অজ্ঞলি
যে জন আমায় ডাকবে কাছে নামে কৃষ্ণকলি।
================================