আগুন চাই
==========================কৃষ্ণা দাস
“আগুন চাই, আগুন চাই” -বলে বুড়োটা অস্থির হয়ে চিৎকার করছে,
“কী বুড়ো আগুন চাও কেন” ?
“ঘরেতে অভাব, মেয়ে দুটো সমথ্থ,
বড় ছেলেটা চাকরীহীন ,কাঁধে ঝোলা নিয়ে দেশোদ্ধারে,
বুড়িটা রোগে ধুঁকছে, ছোটটা পড়া ছেড়ে আঁতেল ,
সারাটা সকাল জুড়ে হিজিবিজি চিন্তার জঞ্জাল,
চাই আগুন,পুড়িয়ে দেব সব,
আমার আগুন চাই”।
“আগুন চাই,আগুন চাই”-বলে মেয়ে দুটোর আয়ত চোখ ছলছল ।
“কী গো মেয়েরা আগুন চাও কেন?”
জীবন লক্ষ্যহীন, ডিগ্রীর কদর নেই, কর্মের সংস্থান নেই,
ভালবাসায় বিশ্বাস নেই,
চেতনা শৈত্যপ্রবাহে ম্রিয়মান প্রাণহীন,
চাই আগুন ,উজ্জিবিত হব,
আমাদের আগুন চাই” ।
“আগুন চাই ,আগুন চাই”-বলে ছেলেটা উত্তেজিত মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুড়েদিল ।
“কী ছেলে আগুন কী করবে”?
“দেশটা ঠক জোচ্চোরে ভরে গেল,
রাজনিতীর ঘৃণ্য খেলায় চারিদিকে আর্তনাদ,
বিশ্বাস হীনতায়, অত্যাচারে ,বিভৎসতায় ।
চাই আগুন, প্রতিবাদে ফেটে পড়ব,
আমার আগুন চাই”।
“আগুন চাই, আগুন চাই,”-বলে বুড়িটা যন্ত্রণায় গোঁঙাচ্ছে,
“কী মা আগুন চাও কেন”?
“ফলাফল না ভেবে যা ছিল আদর্শ
তাতেই সারাটা জীবন করেছি উৎসর্গ,
মেলেনি হিসাব কখনো চাওয়া পাওয়া যত,
মৃত্যু সহযাত্রী আজ আমারই প্রতীক্ষায় রত,
চাই আগুন মায়ার শৃঙ্খল পুড়িয়ে সহযাত্রী হব,
আমার আগুন চাই” ।
“আগুন চাই, আগুন চাই”- বলে তরুণ ছেলেটা একমাথা চুল খামছে ধরেছে,
“কী কবি আগুন চাও কেন”?
“সকাল স্থবির, দুপুর অলস,
সন্ধ্যায় উড়ন্ত চিল জীবন গানে কবিতায় উদ্বেল,
নিরাকার প্রেমে সার্থকতা চায়,
চাই আগুন, ভাষায় মননে ,
আমার আগুন চাই, তাপ আলোক চাই, উদ্ভাসিত জীবন চাই,
আমার আগুন চাই, আমার আগুন চাই”।।
=====================