পাঞ্চালীর চোখ চাই, পাঞ্চালীর চোখ
=============================কৃষ্ণা দাস
ধীরে ধীরে তুলে নিলে গান্ডীব ধনুষ;
মাছের চোখে চোখ স্থির; স্থিতধী পুরুষ,
পাঞ্চালীর চোখ ঐ গভীর অতল,
ঘন কালো হরিণ চক্ষু তীব্র ‘ব্লাক হোল’।
একি মায়া!একি টান!দহন আলোক!
পাঞ্চালীর চোখ চাই; পাঞ্চালীর চোখ!

দিন যায় মাস যায় কাটে বছর,
ধুলো পথে, গহন অরণ্যে, পর্বত, গহ্বর,
চোখে শুধু জেগে থাকে সুতীব্র শোক,
পাঞ্চালীর চোখ চাই; পাঞ্চালীর চোখ!

উলূপী, চিত্রাঙ্গদা সুভদ্রার নয়ন
ব্যর্থ দিতে শান্তি নিদ্রা, ব্যর্থ আয়োজন,
অসহ জ্বালা ধরা জীবন নেশা,
ভুলাতে পারেনা সেই চোখের তৃষা,
ওই চোখ ডাকে শুধু গভীর অমোঘ,
পাঞ্চালীর চোখ চাই; পাঞ্চালীর চোখ!

এজীবন তছনছে শুধু দুটি চোখ,
বুভূক্ষার আকাশে অনিদ্রা অপলক,
হায় পার্থ! তুমি ব্যর্থ; মানস যুদ্ধে,
অতৃপ্ত আত্মশ্লাঘা কাঁদে অবরুদ্ধে।
চোখ বিনা এ জীবন শুধু বয় শোক,
পাঞ্চালীর চোখ চাই; পাঞ্চালীর চোখ!
পাঞ্চালীর চোখ চাই; পাঞ্চালীর চোখ!
    ====================