মেয়ে
==================কৃষ্ণা দাস
মেয়েরে তুই রাত্রি ভোর
ছুটে বেড়াস সৃষ্টি কাতর ,
প্রজাপতির পাখায় পাখায়
খেলে বেড়াস বিনম্রতায়|

ভাদ্র আশ্বিন কাশ ফুলেতে
ভরা মাঠে খেলিস ছুটে,
শুভ্র শরৎ থাকিস মুড়ে ,
শিউলি চাদর হৃদয় জুড়ে ।
এক্কা দোক্কা পায়ের তালে
মাদল বাজে বুকের ঢালে |

অঘ্রাণ পৌষ শীতের রাতে
আগুন সুখে ঊষ্ণতাতে
পেরিয়ে যাওয়া পাহাড় বন
ভিসুভিয়াসের জাগরণ ।

মাঘ ফাগুনে প্রেমের রচন
গভীর গহন আলোড়ন ,
ফাগের নেশায় ঢুলে-ঢুলে
আদর সোহাগ পলাশ ফুলে ।
যদিও বাঁধন ষোলআনা
হারিয়ে যাবার নেইতো মানা |

বৈশাখ জৈষ্ঠ্য বহ্নিবহ
জীবন জুড়ে দাবদাহ ।
পিয়াস ভরা কাতরতা
ব্যর্থ শান্তি বারতা।
আকাশ ভরা কালো মেঘ
কালবৈশাখীর গভীর আবেগ
বৃষ্টি ঝড়ুক চোখের পাতায়
সব ধুয়ে যাক আবিলতায় ।

আষাঢ় শ্রাবণ ভাসায় শরীর
নতুন ফসল গন্ধ নাড়ীর ।
পুরুষ সত্ত্বা তোকেই চায়
তুই ছাড়া সে অসহায় ।
তোর আদেশেই শমন জারি
প্রকৃতি তুই, তুই যে নারী।।
………………………………………….