বাস্তব
==========================কৃষ্ণা দাস
এই এদিকে তাকাও,
হাঁ- হাঁ, তোমাকেই বলছি,
কি বলছিলে তুমি ?
আমার জন্য চুরি করে এনে দেবে
ইন্দ্রের নন্দন কানন?
তাই যদি হয়; জেনো-
আমি তোমার জন্য ঊর্বশী, রম্ভা আর মেনকায় লীন হব।
আমার নৃত্য লালিত জংঘার লাবণ্যে
স্বপ্নীল কুহকিনী রাত গায়েব করবে তোমার ভবিষ্যত।
আমার মোহময় বাহুর লিলায়িত আলিঙ্গনে
কথারা মরে যেতে যেতে তুমি নির্বাক ও বধির হবে ।
আমার ঠোটের মাধুরী নীল বিষে
তুমি তিলে তিলে যন্ত্রণা মাধুর্যে নীল হতে থাকবে ।
বাকি না হয় নাই বললাম, প্রাণ টুকু তো থাক ।
কি হল ভয় পেলে ?
তবে থাক, চাইনা নন্দন কানন ।
তার চেয়ে তুমি আমায় লাউ কুমড়োর মাচান দিও,
আমি তোমায় সকাল বিকাল লাউ চিংড়ি,
আর কুমড়োর ঘ্যাঁট খাওয়াবো ।
কি চলবে তো?