আমি তোমায় তোমার আভাস,পাবো বলে
ফিরছি ফের তোমায়।
আমি,তোমার তোমায়,ছোঁবো বলে
ফিরছি ফের তোমায়।
আর ,তোমার নেশায় উন্মত্ত ছিলাম,
সে নেশা কাটেনি এখনো,
কোনো মায়াবী শরীরের বাঁধনেও
আমি যাইনি কখনও।
তোমায় আমার থেকে কেরেনেবে
নেই এমন কোনো দানব বা দানবী
আমার মানবী
শুধু আমার মানবী ।
ফিরে এসো ।