কি অপরূপ দৃশ্য দেখি
নদীর দিকে চেয়ে,
যায় মাঝিরা তরী নিয়ে
মধুর গান গেয়ে।
স্বপ্ন নাকি বাস্তবতা
ভাবছি যখন বসে,
গাছের থেকে পড়লো হাতে
শুকনো পাতা খসে।
ভাবছি বসে এই পাতা টা
কেন এমন হলো,
হাওয়ায় যদি উড়ে যেতো
কেমন হতো বলো।
কি অপরূপ দৃশ্য দেখি
নদীর দুটো তীরে,
ঢেউ খেলে যায় পরে পরে
আসে আবার ফিরে।
যে পাখিটি ডাকলো আমায়
সকাল হওয়ার পরে,
সে পাখিটির কণ্ঠে আমার
অশ্রু এখন ঝরে।