বৃষ্টিটা এলো, তাই সব ফেলে
কাকভিজে আমার আঙ্গিনায় এলে।
শব্দেরা গেয়েছিল টুপ্ টাপ
দুটি বুক থেমেছিল চুপ চাপ
দমকা বাতাস খেলেছিল দুষ্টামি
কত শান্ত ছিলাম তুমি, আমি
হয়তো সভ্য ছিল আমাদের দৃষ্টি
যদি কিছু ভুল, করেছিল বৃষ্টি।
রখিনি হিসাব কেটেছে কতটা সময়
শুধু জানি আনন্দে নেচেছে হৃদয়।
একটু পরেই বৃষ্টিটা থামলে
শাড়ীটা উঁচিয়ে রাস্তায় নামলে।
একটু গিয়েই আড়চোখে পিছনে চেয়ে
তুমি কি দেখেছিলে ওগো মেয়ে
বৃষ্টি শেষে কেমনে বৃক্ষ মরে
সবুজ পাতারা বেদনায় ঝরে?
আজও তাই যখনি বৃষ্টি নামে
তোমায় খুঁজে দৃষ্টি পথেই থামে।