এক জনমে চাইলে পেতে সব
বুঝবে কাকে বলে অসম্ভব।
মন আর ধন রয় না একই ঘরে
অভাব এলে ভালোবাসাও মরে।
সুন্দর ঘর, সাথী কে না চায়
বন্ধু পেলেও শত্রু চেনা দায়।
যা চাবে তাই পাবে মনের মত
বড়ই অবাস্তব।
শিক্ষা বিনে হৃদয় মাঝে আলো ফোটে না
স্বাস্থ বিনে মনের মাঝে শান্তি জোটে না।
না যদি হয় সুস্থ সুসন্তান
সকল পেয়েও কাঁদে অবুঝ প্রাণ।
সকল সুখেও কোথা থেকে
দুঃখ হয় উদ্ভব।