যখন খুব কাছাকাছি শুয়ে
আলতো করে দাও আমায় ছুঁয়ে
আমি তখন করি অনুভব
তুমি, শুধু তুমিই আমার সব।
তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে
টান পড়ে যেন এক অদৃশ্য বন্ধনে
আমার হৃদয় তাই করে অনুভব
তুমি, শুধু তুমিই আমার সব।
আলতো দেয়া তোমার এক চুম্বনে
যখন কেঁপে উঠি সুখের শিহরণে
নির্বাক এ হৃদয়ে করি অনুভব
তুমি, শুধু তুমিই আমার সব।
তোমার শক্ত বাহুর নরম আলিঙ্গনে
যখন টানো আমায় বুকের উষ্ণ অঙ্গনে
স্পর্শ সুখে আমি তখন করি অনুভব
তুমি, শুধু তুমিই আমার সব।
যা কিছু সুন্দর, অদ্ভুত, স্বপ্ন ও আশা,
আজীবন নতুন তোমার ভালোবাসা
যা করি অনুক্ষণ মনে অনুভব
তুমি, শুধু তুমিই আমার সব।