তুমি ঠিক সেই একজন
যতটুকু চেনা যায় রেগে যাও যখন।
তুমি ঠিক ততটুকু শক্ত
যতটুকু চেনে তোমায় বেদনার রক্ত।
তুমি ঠিক ততটুকু প্রেমিক
প্রত্যাখ্যানেও যতটুকু না হারাও দিক।
তুমি ঠিক ততটুকু দাতা
যতটুকু দিতে পারো, না ভেবে প্রাপ্তি, পর, ভ্রাতা।
তুমি ঠিক ততটুকু সত্
সুযোগেও যতটুকু দূরে রাখো অসতের পথ।
তোমার কর্ম ঠিক ততটুকু নিঃস্বার্থ
অন্যের ভালোতে নিজের ক্ষতি নিয়ে যতটুকু না হও শোকার্ত।
তুমি ঠিক ততটুকু বুদ্ধিমান
আবেগেও যতটুকু না হারাও জ্ঞান।