আমি ঘুরে মরি পথ বেপথে আমার মনের ভুলে
(আমার) মন-মৌ তাই পায় না মধু হাজার রঙিন ফুলে।
কতক ফুল যে ভুলায় রঙে
অন্যরা সব ভুলায় ঢঙে
আমি হারিয়ে দিশা ভুলি কারো ঢেউ খেলানো চুলে।
আমি ভুল করে হায় ফুল চেয়ে এই হাতকে করি ক্ষত
আমি মণি ভেবে বুকে ধরি ফণী অবিরত।
আমি হই যখনই পিপাসিত
যা পাই, ভাবি তাই অমৃত
পান করে তা ক্ষণিক পরে, বিষ-জ্বালা সই নাভিমূলে।
আমি ডুব দিতে চাই স্বচ্ছ সরোবরে
মরি শেষে পঁচা-ডুবায় পড়ে
আমি হাত বাড়িয়ে রই দাঁড়িয়ে কে আমারে নেবে তুলে।