কে তুমি গো বসত করো মনের অচিন বনে
ক্ষণিক পরশ পেতে তোমার সাধ জাগে এই মনে।
তাই তো নিমন্ত্রণ ছাড়াই
নিত্য এসে বাইরে দাঁড়াই
তোমার দিকে দুহাত বাড়াই
আমার সে হাত মেলে না যে তোমার হাতের সনে।
পথ চেয়ে যে দৃষ্টি এখন ধুসর হয়ে আসে
মেঘে ঢাকা অন্ধকারে বিজলি নিঠুর হাসে।
আগুন ঝরা তপ্ত বায়ে
তোমার নিশ্বাস লাগে গায়ে
তবুও যে হায় পোড়া ছায়ে
ছড়াও না জল তোমার প্রেমের স্নিগ্ধ বরিষণে।
হায় রে তুমি কোন্ বিদেশী
সুখ ও দুঃখের প্রতিবেশী
আমার, বসত যখন হলো শেষই
তবু বিদায় জানাবে না জড়িয়ে আলিঙ্গনে?