তোমার পারে ভিড়লে তরী তখন কি গো দেখা হবে
তখনও কি নিত্যদিনের কাজের মাঝেই ডুবে রবে?
এপার বসে তোমার কথা ভাবলে মনে
চমকে উঠি এই তনুতে শিহরণে
পাবো কি গো তোমায় তেমন, যেমন পাই আজ অনুভবে?
দিনের শেষে এই পারেতে রাত্রি যখন নিঝুম হয়
নিরজনে তোমায় ভেবে চোখ দুটি মোর নিঘুম রয়।
মনের ভেতর নানান রূপের চিত্র আঁকি
তোমার মিলন স্বপ্নে আমি বিভোর থাকি
ওপার গেলে নিঠুরতা স্বপ্ন কি মোর ভাঙবে তবে?
এই পারেতে ব্যাকুল বাতাস যতই বয়
তোমার পারে মনটা চেয়ে ততই কয়
আমার তরী তোমার পারে যাবে কেমন, যাবে কবে?