উনি যা বলে তাই ঠিক
অন্য রকম বলে যারা তাদের জানায় ধিক।
যতই পড়, যতই জানো
ততই তারে কম যে মানো
আজ থেকে তাই আর করো না
বৃথায় এতো পড়াশোনা
এর চেয়ে তার নামটি জপে
মাতাও চতুর্দিক,
উনি যা বলে তাই ঠিক।
উনি সব দেখেছে এ বিশ্বটার
তোমরা বৃথায় দেখবে কী তার?
তার চেয়ে রও ঘরের কোণে
জপতে থাকো আপন মনে
সারা বিশ্ব ফকির নিঃস্ব -
আমরা ধনী, আমরা আধুনিক
উনি যা বলে তাই ঠিক।
যাই বা লেখো গান, কবিতা
তার প্রশংসায় হোক সবই তা।
তার কথাতে মিথ্যা বা ভুল
হাজার খুঁজেও পাবে না চুল
কেন বৃথায় তবে আর চাই
চুলকে চেরা মূর্খ-সাংবাদিক
উনি যা বলে তাই ঠিক।
যা তার কর্ম যা তার রীতি
সেই তো সেরা ভু-রাজনীতি।
মানবে কেন কার কী তন্ত্র
তার হাতে যখন মারণ যন্ত্র
মানবে কেন - কেউ আছে আর
তার চেয়ে নির্ভীক
উনি যা বলে তাই ঠিক।
অর্থনীতি, কলা, কারু
ইতিহাসেও জ্ঞান সুচারু
রাজনীতিতে ধূর্ত শেয়াল
ধর্ম করে যেমন খেয়াল
উনি সর্বকালের সর্বজ্ঞানী
মহাবৈজ্ঞানিক
উনি যা বলে তাই ঠিক।