গণতন্ত্রে সব ক্ষমতার উত্স জনগণ
গণতন্ত্রের কথাতে তাই কাঁপে রাজার মন।
সেই ক্ষমতা একবার যেই আসে রাজার হাতে
ফন্দি আঁটে চৌদ্দপুরুষ থাকতে দুধে ভাতে।
জনগণের চামড়া ছিলে লাগিয়ে তাতে নুন
রাজপ্রাসাদের দেয়াল লেখে গণতন্ত্রের গুণ।
রাজধর্মে দীক্ষিতরা কণ্ঠে তোলে জিকির -
গণতন্ত্র, গণতন্ত্র - মন্ত্রে পকেট-ফিকির।
উত্সমারা যুত্সই এক রাজা সিংহাসনে
জুজুবুড়ীর ভয় সারাক্ষণ জনগনের মনে।
নিজকর্মে ধর্ম মেরে স্লোগান পূর্বপুরুষ
মগজবিহীন মুণ্ডুওয়ালা খায় প্রতিদিন উরুশ।
সব ক্ষমতার উত্স এখন সব ক্ষমতাশূন্য
চিত্ত সোজা, নিত্য রোজা - তাতেই খোঁজে পুণ্য।
আয় বিশ্ব! গণতন্ত্র দেখবি রে বাঙলায় -
গণতন্ত্রের কথা লেখা সব দেয়ালের গায়!