এখনও মাঝে মাঝে স্বপ্ন দেখে ঘুম থেকে জাগিঃ
আয় খোকা, আয় খোকা ডাকে সে এক অভাগী
শীর্ণদেহী, ছিন্ন বস্ত্রে হস্তে অন্ন-থালা
কণ্ঠে আকুতি ঝরে, দিসনে আর জ্বালা
হয়েছে অনেক বেলা পড়ে আছে কাজ
তোর খাওয়া না হলে আমারও হবে নারে আজ।
একই সেই স্বপ্ন দেখে ভাঙলো আজ ঘুম
'শুভ জন্মদিন' কন্ঠস্বরে পাই কিছু চুম।
হে আমার জন্মদাত্রী মা, তুমি এখন অন্য এক জগতে
আমার স্বপ্নে আজও তোমার সে ডাক শুনি সেথা হতে।
প্রতিবর্ষে প্রিয়জন শুভ জন্মদিন যতবার গোনে
আমার দুকান তোমার সে ডাক তত স্পষ্ট শোনে।
মাগো, এখন মন আমার আচ্ছন্ন তোমার ভাবনায়
কী করে রাখি বলো তোমাকে বিমর্ষ, আমার প্রতীক্ষায়?
তোমার জগতে তোমার কোলে তাই অতি সত্ত্বর
আর একবার জন্ম নেবার আগে আর মাত্র কয়েকটি প্রহর!
তারপর আপত্য স্নেহে তোমার খোকাকে নিও তোমার বুকে
সে জন্মে না যেন কাঁদি, তোমারই মত হাসি যেন সুখে।
তুমি আমি দুজনে দুজনকে দেব নিবীড় চুম
দুজনেই অতপর দেব এক দীর্ঘ, অনন্ত ঘুম।