মনের কথা মনের মাঝে
আর বেশীক্ষণ রয় না
ভাবি যেমন বলাটা তাই
তেমন যে আর হয় না।
কতক ভুলি ইচ্ছে করে
কতক ভুলি ভয়ে মরে
কতক কথা সত্যি হলেও
জগত্ যে তা সয় না।
কতক স্মৃতি ভুলের ভানে
থাকেই মনে তোলা
কতক সময় নিজকে ভুলে
সাজিও আপন ভোলা।
যে সব কথা বলতে মানা
মনের মাঝে দিলেও হানা
মনকে বলি থাক তা ভুলে,
সে সব কথা কয় না।
বলার যা সব কথা ছিল
এমনি ভুলে ভুলে
জীবন যখন কেটে গেল
সত্যি শিকেয় তুলে -
জীবন ভরা ভুলের লেখন
ভুলে থাকাই স্বভাব এখন
বোধের মরা নদীতে স্রোত
এখন যে তাই বয় না।