তোমার অধঃপতন দেখে
হৃদয় কাঁপে থেকে থেকে
অন্তরে তাই দহি
যখন তোমার ভুলটি ধরি
ভাবো যদি ঘৃণা করি
কেমনে বলো সহি?
শত্রু যে তার কি যায় আসে?
ভাবে সে, যে ভালোবাসে
তাই তো সে ভুল ধরে
শত্রু যে, সে চুপটি থাকে
লাভটা খোঁজে ভুলের ফাঁকে
তাই প্রশংসা করে।
তবুও তুমি সইলে না
বন্ধু আমার রইলে না
ভুল ধরেছি বলে
তুমি শুনলে শুধু বলাটা
দেখলে না বুক জ্বলাটা
কেমন যাচ্ছে জ্বলে।
এখন থেকে রইবো চুপ
পুড়বো যেমন পোড়ে ধুপ
গন্ধ দেবো ভরে
থাকবো যখন নিরজনে
তোমার কথা ভাববো মনে
নামটি আপন ক'রে।
রচনা: ১৬ অক্টোবর, ২০১৬