১)
ভোটের আগে সরকারী দল আছে ভীষণ ক্ষুব্ধ
কারা নাকি করলো কোথায়, গণতন্ত্র অশুদ্ধ!
অন্য দলের শ্লোগান লেখা
দুইটি ব্যানার গেছে দেখা
ভোটের আগে তা সরাতে হলেও হবে যুদ্ধ।

২)
দেশের মানুষ বুদ্ধিমান, কেউ আর নেই কানা
কেয়ার টেকার সরকার নাকি গণতন্ত্রেই মানা
গণতন্ত্রের দেশগুলোতে
এসব নাকি আজ চুলোতে
তবে সেথায় ভোট কেমন হয়, দরকার নেই জানা।

৩)
যেদিন ভোটের ঘোষণা হয় গণতন্ত্রের দেশে
সরকার শুধু সেবা যোগায় কেয়ার টেকার বেশে
দেশ ও জাতির সিদ্ধান্ত, ভোটের প্রচারণায়
সরকার ও বিরোধী দল সম অধিকার পায়
যে দল জিতুক, অন্য দলে নেয় মেনে তা হেসে।