আজব দেশের কিছু মানুষ নেমক হারাম
যতই দেবে ততই চাবে আরও আরাম।
শহর জুড়ে রাস্তা দিলাম, এখন দাবী -
সড়ক নিরাপত্তা চাই - তাও তো পাবি।
বিরোধীদল কথায় কথায় বিরোধ বাধায়
ওদের ছাড়া ভালোটা তো বোঝেও গাধায়।
তাই মিছিল আর হরতালটা উঠিয়ে দিলাম
নিজেরই এক বিরোধীদল কিনেও নিলাম।
পরের কুত্সা যারই করো, খারাপ কাজ
রাজার কুত্সাই হতেই হবে শাস্তি-রাজ।
তাই করেছি কুত্সা-খবর বাজেয়াপ্ত
বাজে কথায় হবে না কেউ সাজাপ্রাপ্ত।
আমার দেশে সবাই আমার সমর্থক
ঘটা করে এ নির্বাচন অনর্থক।
এসব মিছে গন্ডগোল আর টাকা মাটি
সড়ক মাঝে হবে বিবাদ, কাটাকাটি।
তবুও যখন এতই তোদের ভোটের খায়েস
ইচ্ছে যখন খেতে তোদের জোটের পায়েস
পূর্ণ গণতন্ত্র দিয়েই দিলাম ভোট
আমায় তোরা ভোট না দিলে বুঝবি চোট।
কেউ যেন না আঘাত হানে গণতন্ত্রে
সড়ক রবে ভর্তি যে তাই মারণযন্ত্রে।
ভোটকেন্দ্রে হবেই মহা-গন্ডগোল
মেশিনে ভোট, খাবি মাথায় ভিমরি দোল।
নিরাপত্তার স্বার্থে সবাই থাকো ঘরে
ভোটের খবর ঠিকই পাবে আরাম করে।
ঘরে বসেই খাবার না হয় খবর খাও
দুটোই আমার - গুণগানটা জবর গাও।