(১)
হাওয়া থেকে পাওয়া খবর, দেশে এবার হবেই ভোট
হাতি-ঘোড়া-মশাতে তাই করছে এখন জোরছে জোট
বস্তি, মশা, মূত্র, মল
তাতেও নাকি অনেক বল
হাতি ঘোড়া সেথায় এখন জিভ ঠেকিয়ে চাটবে ঠোঁট।
(২)
ভোটের সময় এলো, বুকটা রেখো সাবধান
সাধুর বেশে সেটা, ছুঁইতে চাবেই শয়তান
বাছবে নাকো জাত
বাড়িয়ে দেবে হাত
জিতলে ভোটে তখন, চাইতে পারে গর্দান।
(৩)
নেতার কাটে এখন, রাতগুলি নির্ঘুম
কাল সকালে কোথায়, কারে দেবে চুম!
নোংরা হাতেও ঠোঁটটা ঘষে
জিতলে ভোটে গদিই বসে
দেশের লাশটা ঠুকরে খাওয়ার, চলবে মহাধুম।