আমি যে গো এক ভেসে যাওয়া ফুল
কূলহারা নদী স্রোতে
কী হবে জেনে কার হাতে ফেলা
এসেছি গো কোথা হতে?
তুমি নাই যদি লও তুলে
থাকো, একেবারে তবে ভুলে
কাঁদায়ো না বিব্রতে।
ভেসে যাই আমি, ভেসে যাই শুধু
দূর সমুখের পানে
ততটুকু বেগে স্রোতে যতটুকু
আমাকে সমুখে টানে।
স্রোত মিশে যাবে সাগরে
আমারও সে আশা অন্তরে
তবু, হারাতেই পারি পথে।
দুকূলে হলো যত কিছু দেখা
পাপড়িতে যারা কেটে গেল রেখা
নাই যদি রয়, না থাক লেখা
ভেজা পাপড়ির ক্ষতে।