বান এলে পাড় ভাঙে, মাটি ধ্বসে নামে
তারপর একদিন ধীরে ভাঙা থামে।
রাজনীতি ভাঙে যখন কোন এক দেশে
কি বা বলো থাকে আর সে ভাঙন শেষে?

বিদ্যাপীঠে ভর করে অযোগ্য শিক্ষাগুরু
সভ্যের পরিচ্ছদে ভৃত্যবৃত্তির হয় শুরু।
ভৃত্য ছাড়া অন্য কারেও সহেনাকো নেতা
দেশ ও মানুষ রসাতলে, শুধু চায় জেতা।
    
সাধারণের সম্পদে নেতার পূর্ণ সত্ত্ব
দেশসেবক সৈনিক হয় বাণিজ্যে মত্ত।
ভৃত্যেরা ব্যস্ত হয় হত্যা, ত্রাস, ধর্ষণে
নেতা ব্যস্ত উন্নয়নের বাণী বর্ষণে।

অর্থবল, বাহুবল সাংসদী যোগ্যতা
দেশের সম্পদ যা, তাদেরই ভোগ্য তা।
দেশ ভাঙে, ভেঙে যায় সভ্যতার মজ্জা
শকুনেরা কুরে খায় মা, মেয়ের লজ্জা।

গণতন্ত্রের শবদেহে অভিনব ভঙ্গি
অবরুদ্ধ কণ্ঠ হয় ভাষা খুঁজে জঙ্গী।
অবাধ্য বিচারকের বুকে হয় ব্যাধি
মৃত্যু শেষে জোটে ভাগ্যে শহীদ-সমাধি।

নিজ ছেলে রাম থাকে, বাঁদর যায় বেড়ে
রাম, লক্ষণ, সীতা যায় শেষে দেশ ছেড়ে।
প্রতিবাদীর মৃত্যুতেই দেশ হয় শান্ত
ঘাতক চায় শান্তি-নোবেল - বিশ্ব হয় ক্লান্ত!