লজ্জা-ব্যাকুল নয়ন আমার
ঢেকো হাতে প্রিয়
ঠোঁটদুটিকে নীরব করে
উষ্ণ চুমো দিও।
হালকা ছোঁয়ার নিবীড়তায়
আমায় নিও বুকে
ক্লান্ত দেহে শান্তি ভরো
ভালোবাসার সুখে।
তোমার ভালোবাসার ভারে
শরীর দিও বেঁকে
হৃদয় আমার সিক্ত করো
হৃদয় মাঝে রেখে।
বর্ষা-ভেজা নষ্ট ফুলের
পাপড়ি যেমন ঝোলে
নিতেজ তনু ক্ষণিক রেখো
তোমার গরম কোলে।