ওগো প্রিয়তমা! করিও ক্ষমা
আমার এ অক্ষমতা
বুকের বেদনা দেখাতে পারি না,
দেখো শুধু নীরবতা।
কেমনে দেখাই আছে যে কোথায়
কতটুকু ভালোবাসা
বুকের কাঁদন দেখে তা কজন,
দেখে শুধু মুখে হাসা।
না ছুঁয়ে এ বুক দেখো যদি মুখ
কেমনে বুঝাই ব্যথা?
ওগো প্রিয়তমা, করো না জমা
এতো রাগ-অভিমান
যার আঘাতে এই বুকটাতে
সুখ ভাঙে খান্ খান্।
যখনই চাও গো আকাশের চাঁদ
উড়ি যে আকাশে মিটাতে সে সাধ
তবু যে হয় না এই মুখে শুধু বলা
'ভালোবাসি' ছোট কথা।