এ জগতের অনেকেই ভাগ্যবান নয়।
কারো কারো ভাগ্য আবার সুপ্রসন্ন হয় -
যখন যাহা চায়, সে পায় তার অধিক
এমনটা হয় কেন, জানে না কেউ ঠিক।
কেউ কেউ পায় ঠিকই, যাহা কিছু চায়
পেয়েও দুঃখে ভাসে ভুল কিছু চাওয়ায়।
যাহা চায় তারপরও, সেটিও ঠিক কিনা
বুঝার উপায় নেই আবার পাওয়া বিনা।
কেউ কেউ পায় না তা, যাহা কিছু চায়
অথচ কল্পনাতীত অনেক কিছুই পায়।
নিজেকে তবুও সদাই ভাবে ভাগ্যহীন
অথচ তার অতি ভাগ্যেই কেটে যায় দিন।
কেউ আবার চেয়ে যায় সারাটি জীবন
হয় না তার কিছু পাওয়া অথবা অর্জন।
কেন যে এমন হয়, নেই কারো জানা
যুক্তি তবু দিয়ে যায় নানাজনে নানা।
ধার্মিক মানে, অজ্ঞাত ভাগ্য স্রষ্টার হাতে
সৌভাগ্য কমই থাকে ধার্মিকের সাথে -
কর্মশেষে যাহা পায় ভাগ্য মানে তাই।
অধার্মিক ততক্ষণ বিশ্বাসী, যতক্ষণ পায়।
কেউ বলে, এ খেলায় ভাগ্যের কিছু নেই
পাওয়া করে ছুটাছুটি কর্মীর পিছুতেই।
তার সাথে ক্ষমতা ও জ্ঞান হলে যোগ
নিজ হাতে গড়া ভাগ্য করো উপভোগ।
পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী কর্মী-শ্রমিক
মূর্খ নয়, বুদ্ধিমান, কর্ম-নিষ্ঠ এবং নির্ভীক
নিত্য মিটায় সভ্যতার সৌভাগ্যের দাবি
অথচ হাতে নেই নিজ সৌভাগ্যের চাবি।