উনুনটার উদরে
যে আগুনে পুড়ে মরে
শুকনো কাঠ, খড়
সে আগুনে পুড়ে যায়
উনুনটা বেদনায়
বুকে নিয়ে ঝড়।
নীরব উনুন শুধু
ভাবে তবু পুড়ে ধু ধু
কমই তার সহন
পাশে বসা তরুণীর
ধোঁয়া আনে চোখে নীর
তাতে যত দহন।
ছেঁড়া শাড়ির আঁচলে
বাঁধা যৌবন জ্বলে
ক্ষুধা ও বিরহে
জীবন্ত সে উনুনে
অপেক্ষার বুনুনে
স্বপ্ন যায় দহে।