আকাশের বুকে ভাসে মেঘেদের ভেলা
মনে হয় চলে যেন নিরন্তর খেলা।
ভেঙে যায়, জোড়া লাগে, ফের চলে উড়ে
অনায়াসে ভেসে যায় দূর বহু দূরে।
সকালে বিকালে ওরা রঙ বদলায়
বাঘ, হাতি হতে পারে মনের ইচ্ছায়।
তারপর সহসায় ঝর ঝর ঝরে
ধরণীর বুকে শোয়া মাটি সিক্ত করে।
অথচ যে আকাশের বুকে বেড়ে ওঠে
ভাগ্যে তার এক ফোটা জলও না জোটে।
মেঘেরা তো চিরকাল এমনিই হয়
যার বুকে বাড়ে, খেলে তার কেউ নয়।