ও বস্তিবাসী, টোকাই ছোড়া, পথের ফেরিওয়ালা,
মুটে-মজুর, গরীব চাষী, যাদের পেটে জ্বালা!
খবরটা শোন, খবরটা শোন, খবরটা সুখবর
ক্ষুধাপেটেও শুনলে তোরা সুখ পাবি ঠিক জবর।
কী করে যে বুঝায় তোদের, আল্ট্রা হাই নেট ওয়ার্থ?
থাকলে যা তোর আর কোনদিন করবি না ভাত, ভাত।

তিন কোটি বা তারও অধিক থাকলে মার্কিন ডলার
তাদের বলে 'অতি ধনী' - খবরটা হয় বলার।
জানি, তোরা স্বদেশপ্রেমী, নিখাদ বাংলাদেশী
আড়াইশত কোটি টাকা - এমন কী আর বেশী?
আসল কথা সংখ্যা এদের বাড়ছে দ্রুত হারে
বাংলাদেশকে ছাড়াতে কী, আর কোন দেশ পারে?

বিশ্বাস যদি না করিস তো পড় গে ওয়েল্থ এক্স
পড়লে খবর ক্ষুধা যাবেই, বাড়বে শুধু সেক্স।
জানবি আরও তোদের পরে চীন ও ভিয়েতনাম,
কেনিয়া, ভারত, হংকং ও আয়ারল্যাণ্ডের ধাম,
ইজরাইল ও পাকিস্থান, তারপরে মার্কিন
বুঝলি কেমন পাঁচ বছরেই এলো সুখের দিন?

আর কিছুদিন গেলেই হবি সবাই 'অতি ধনী'
কেটে যাবে ভাগ্যে তোদের যাও বা আছে শনি।
ভুলে যাবি ক্ষুধার জ্বালা, অভাব কাকে বলে
বুক ফুলিয়ে ঘুরবি নিয়ে টাকার মালা গলে।
সেই কারণে কর না তোরা আর কিছুদিন সবুর
'অতি ধনী' হবে যারা করুক তোদের ফতুর।
-----------------------

সূত্রঃ http://www.ittefaq.com.bd/trade/2018/09/11/170499.html
Wealth X এর জরীপ অনুযায়ী ২০১২ - ২০১৭ পৃথিবীতে তে অতি ধনী বৃদ্ধির হার বাংলাদেশে সর্বোচ্চ।