তুমি কি এমনি করেই খেলতে ভালোবাসো?
যখন আমি উঠে দাঁড়ায়, ধাক্কা দিয়ে ফেলতে ভালোবাসো?
ফেলবো বলে দুপা যখন একটু উঠে দাঁড়ায়
তোমার হাতে ভরটা দিতে সমুখে হাত বাড়ায়।
তখনও পা নড়ে কেঁপে ভাবি ও হাত ধরবো চেপে
ঠিক তখনি হাত গুটিয়ে আমায় দূরে ঠেলতে ভালোবাসো?
তুমি কি এমনি করেই খেলতে ভালোবাসো?
ঠিক যখনি ভাবি তোমায় পেলাম আপন করে
এই কথাটাই বলবো সবে হৃদয় সুখে ভরে।
তখন সবার সামনে আমায় যাও এড়িয়ে অবহেলায়
এমনি করেই আমায় তুমি হেলতে ভালোবাসো?
তুমি কি এমনি করেই খেলতে ভালোবাসো?