দাসত্বের শৃঙ্খল পরা যায় দুই হাতে
এক হাতে দিয়ে এক স্বাক্ষর
মুক্তির নিঃশ্বাস হয়ে যায় ইতিহাস
অনেক প্রজন্মের জন্যে, তারপর -

সংগ্রামের মহাকাব্য যুগ যুগ লেখা চলে
সন্তানের বুকের রক্তে আর মায়ের চোখের জলে
হয়তো বা আসে শেষে স্বাধীনতা আর একবার ফিরে
পথ হেঁটে সহস্র বছর।

সব ব্যথা সয়ে নেয় স্বাধীন প্রজন্ম
সবার বুকে তবু থেকে যায় জমা
অতীতের সেই এক স্বাক্ষর, আর সেই স্বাক্ষরকারী
কখনই পায় না ক্ষমা।

দুর্ভাগা জাতির স্বাধীনতা তবু হেঁকে হেঁকে বেচে যায়
যুগে যুগে নব নব মীরজাফর।