আমাদের বাস ভাঙা কুঁড়ে ঘরে,
জীর্ণ বস্ত্রে, শীর্ণ দেহে
তোমাদের মত প্রাসাদে নয়
এমন কি নয় যত্ন স্নেহে।
রোগে, শোকে মরি বিনা চিকিত্সায়
ক্ষুধা আমাদের সাথী
বিদেশে তোমাদের চিকিত্সা হয়
যা দিতে পারে না জাতি।
আমরা কৃষক, আমরা শ্রমিক
আমরা মুটে ও মজুর
আমরা শোষিত, তোমরা শাসক
তোমাদের বলি হুজুর।
আমাদের নামে কত কথা বলো
মুখে দাও কত অধিকার
সব অধিকার তোমাদের হয়
আমাদের থাকে হাহাকার।
আমাদের নামে স্বাধীনতা এনে
তোমরাই স্বাধীন হও
আমাদের দুখের কথা বলে বলে
তোমরাই সুখে রও।
আমাদের কথা কখনো শোননি
তোমরাই শুধু শোনাও
তোমাদের ঘরে ভোগ বিলাসিতা
আমাদের দিন গোনাও।
আমরা খাটি দেশ ও বিদেশে
তাই দিয়ে সোনা আনি
তোমাদের ভোগে যায় তা বিদেশে
আমরা নীরবে মানি।
তোমাদের অফিস অট্টালিকায়
দ্বারে সশস্ত্র প্রহরী
আমাদের নেই প্রবেশাধিকার
স্বাধীনতা দিয়ে কী করি?
তোমাদের বেতন-উপরি বাড়ে
যে যত বেশী উর্ধ্বতন
আমরা শুধু দিয়ে দিয়ে মরি
আমাদের দেয় কোন্ সে জন?
যুগে যুগে শুধু যুগ পাল্টায়
বদলায় দল, নেতা ও জন
ভাগ্য আমাদের একই থেকে যায়
একই প্রথা একই সিংহাসন।
যখন যে আসো, যে নামেই আসো
তোমরা তো সেই একই জাত
তোমাদের খাওয়া বাড়ে প্রতিদিন
দিনে দিনে কমে আমাদের ভাত।
তোমাদের ভাওতা আর মানি না
এবারে প্রাসাদ-ধ্বংশ চাই
আমাদের সাথে খেটে না খেলে
তোমাদেরও আর খাদ্য নাই।