নীরবে সারাদিন, কত না কথা যাই কহিয়া
অজানা যাতনায় কাঁদে এ মন রহিয়া রহিয়া।
তোমাতে রাখি' এ মন, চেয়েছি কাটাতে ক্ষণ
জীবনে যত দহন, সব তার সহিয়া সহিয়া।
জানি না কেন তবু, তোমার ও নাম কভু
অনুক্ষণ বুকে প্রভু, যাই না বহিয়া বহিয়া।
তুমি তো জানো প্রভু,
কেন কাঁদে প্রাণ, কিবা তার সাধ
মরে সে ভ্রমে তবু,
মিশে তাতে চাওয়া-পাওয়ার খাদ।
প্রভু হে করুণাময়, হও গো করুণা-সদয়
খাদ যত করো ক্ষয়, এ হৃদয় দহিয়া দহিয়া।