তোমার উপর আসে যখন আমার ভীষণ রাগ
ভাবি, তোমায় আর দেবো না আমার ব্যথার ভাগ।
বাকি জীবন তোমার সাথে হবে না আর কথা
দেখব তোমায় কাঁদায় কেমন আমার নীরবতা।
ডাকলে তুমি কাছে গিয়েও চাইব নীরব চোখে
তোমার আমার বিরোধটা কি বুঝবে নাকো লোকে।
বুঝবে তুমি, বুঝবো আমি - জমাট বরফ মাঝে
বুঝবে আরো পূর্ণিমা-চাঁদ জোত্স্না হাসা সাঁঝে।
নীরব মনে আমার ব্যথায় আমিই যাবো পুড়ে
করব না ভোগ যেটুকু সুখ তোমার জগত জুড়ে।
থাকবে তুমি তোমার মতো, আমার মতো আমি
মধ্যেখানে দাঁড়িয়ে নীরব কাঁদবে দিবসযামী।
এমন অনেক গুমোট রাগে সারাদিনের শেষে
বসো যখন আমার কাছে নীরব মুখে এসে
একটু ছুঁয়ে আলতো করে গায়ে রাখো হাত
সকল রাগই মিলন-জলে ভাসায় তখন রাত।