শত ব্যথা বুকে লয়ে গেয়ে যাই গান
তুমি দেখো কী খুশীতে নাচে এই প্রাণ।
এ যে প্রতিদিন কাঁদিয়া কাঁদিয়া তব সুখ চাওয়া
জানিবে না কোনদিন কেন আমার এই গান গাওয়া
তুমি শুধু দেখিবে আমার হাসি-অম্লান।
নীরবে ভাবে নিয়ত এ মন, যখন আসিবে সেই দিন
কোন এক ক্ষণে সহসা নীরব হইবে এই বীণ।
তখন, চির হাসিমাখা আমার এই ঠোঁটে
যদি, বিদায় বেদনার ব্যাকুল ছবিটি ফোটে
কেমনে তোমায় বলিব প্রিয়া
থাকিয়ো সুখে সেই সুরে ভাসিয়া
আজি আমার যে গান গাওয়া হইল অবসান?