আমার গানের নীরব কথা
তোমার সুরের তরে
তোমার কূলে ঢেউ হয়ে রোজ
ভেঙে ভেঙেই মরে।
নিও বন্ধু, নিও কণ্ঠে
দিও তারে সুর
আমার কথা তোমার সুরে
হবে সুমধুর
বন্দী কথার মুক্তি মিলুক
তোমার কণ্ঠস্বরে।
শুনবো বসে মুখোমুখি
সেই তো ছিল শখ
সাগর পাড়ির নেই যে তরী,
তাই তা অনর্থক।
ঢেউগুলি তাই সদয় হয়ে
আমার গানের শব্দ লয়ে
নিত্য রাখে তোমার কূলে
তোমার চরণ 'পরে।
নিত্য যখন বাতাস আসে
তোমার ওপার হতে
কান পেতে রই ভাসবো বলে
তোমার সুরের স্রোতে
একদিনও কী মনের ভুলে
নেবেই না তা কণ্ঠে তুলে
তোমার সুরের ইন্দ্রধনুয়
হৃদয় দিতে ভরে?