চলার পথে দেখি যখন
ছড়িয়ে থাকা কাঁটা
ব্যাথার ঘায়ে ক্ষত করে
রক্তে রাঙায় পা-টা
কাছেই আছো বুঝি তখন
আমার চলায় রাখছো নয়ন
চাও না তুমি ও পথ দিয়ে
তখন আমার হাঁটা।
বুঝতে পারি ও পথ দিয়ে
আমার চলার ভুল
খুঁজতে থাকি অন্য পথে
তোমার দেয়া ফুল।
কাঁটার ঘায়ের আঘাত বুঝে
যেন ফুলের পথটি খুঁজে
এমনি যেন পায় গো শেষে
তোমার থাকা গাঁ-টা।