সময় আমার যায় যে কেটে তোমার পানে চেয়ে
একটিবারও দেখলে না তা চেয়ে
একটিবারও শুনলে না সে গান
তোমার তরে যাই যা আমি গেয়ে।
মরুর বুকে জলের আধার ভেবে গেলেই কাছে
দেখি শুধু ধু ধু মরুর বালুই জমে আছে।
বয় না নদী মরুর বুকে
হয় না শীতল হৃদয় সুখে
তৃষ্ণা আমার মেটে না যে
তোমার জলের সরস পরশ পেয়ে।
দাঁড়িয়ে অথৈ সাগর তীরে দূর দিগন্তে চাই
কেমন যেন ক্ষীণো আলোর নাচন দেখা যাই।
আলো কিনা জানি না সে
কিংবা হবে আলেয়া সে
আমার পানে এগোয় না সে
আমিই শুধু আমার তরী যাই অনুক্ষণ বেয়ে।
গহীন আঁধার চতুর্দিকে, চোখে নিকষ কালো
যাই যে ছুটে তারই মাঝে দেখলে ক্ষীণো আলো।
ভাবি তোমায় আলোর আধার
হলেও সাপের মণির বাহার
বুকে তোমায় জড়িয়ে নিয়ে
নীলকণ্ঠ নীল হতে চাই তোমার বিষে নেয়ে।