যখন, সাঁঝের বেলা ওই আকাশে চাঁদ ওঠে
মিষ্টি হেসে হাসনাহেনার ফুল ফোটে
ঠিক তখনই তোমার কথা পড়ে মনে।
কেমন যেন হৃদয়হরা আলোছায়ায়
আবেশমাখা মায়াবী এক মধুর মায়ায়
সুবাসটা পাই পাগল করা সমীরণে
ঠিক তখনই তোমার কথা পড়ে মনে।
আনমনা ওই তারার পানে চেয়ে চেয়ে
শ্যামলা বরণ মেঘলা মেয়ে ওঠে গেয়ে
হঠাত কেঁদে বুকটা ভাসায় বরিষণে
ঠিক তখনই তোমার কথা পড়ে মনে।
যখন জাগি চৈত্র দিনের একলা দুপুর
শুনি কোথাও চপল মেয়ের পায়ের নুপুর
চেনা নাচের মুদ্রা দেখি আধোঘুমের জাগরণে
ঠিক তখনই তোমার কথা পড়ে মনে।
এই নিজেকে নিজের মাঝে হারিয়ে ফেলি
হারিয়ে যেতে স্বপ্ন-পাখির ডানা মেলি
প্রজাপতি মন উড়ে যায় দূরের বনে
ঠিক তখনই তোমার কথা পড়ে মনে।
তোমায় ছোঁয়ার ইচ্ছেটা হয় সর্বনেশে
নিদ্রাবিহীন চোখের জলে যাই যে ভেসে
একাদশীর চাঁদ হেঁটে যায় ওই গগনে
ঠিক তখনই তোমার কথা পড়ে মনে।