লভেছিনু জন্ম যবে তব পৃথিবীতে
তোমারই ইচ্ছার দিবস ও তিথিতে।
যদি কিছু লিখেছিলে আমার অদৃশ্যে
তাও ছিল আমার অগোচরে। এ বিশ্বে
তারপর জীবনের পথে অবিরাম
যেইভাবে যতটুকু আমি হাঁটিলাম
সব তার ছিল কী আমারই ইচ্ছায়?
আমাকেই নিতে হবে সবটুকু দায়?
শুভ, অশুভ লগ্নের বিচার আচার
মানি নাই। শুধু যে যুদ্ধ ছিল বাঁচার
তাতে যদি হয়ে থাকে তোমার লংঘন
সব তার শিরোধার্য করি কাঁদে মন
তোমারই ইচ্ছার তিথিতে নেবে ডেকে
যখন, আমার হিসেবের খাতা থেকে
সব তার মুছে দিও তব করুণায়।
যদি কিছু করে থাকি নিজ অজানায়
তোমাকে খুশী, অর্জনে থাকে কিছু পুণ্য
তারও সবই মুছে করো একেবারে শূন্য।
দিও না লজ্জা পুণ্যের অপ্রতুলতায়
পূর্ণ করো সে পাত্রও তোমার ইচ্ছায়।