আমি যে ওগো তোমার হাতের বীণ
ওই আঙুলের পরশে কেমনে আমি রই সুরহীন!
আঘাত তুমি দাও গো তেমন
যখন তুমি চাও গো যেমন
আমিও বাজি তাই গো তখন তেমনি রিণি ঝিন।
তোমার তীব্র আঘাত পেয়ে তার যদি যায় ছিড়ে
ছিন্ন বীণা রইব পড়ে, চাইবে না আর ফিরে।
বুকের কাছে যত্নে ধরে
আঘাত দিও আদর করে
হৃদয় আমার সুরে ভরে, তোমাতে করো লীন।
তোমার ছোঁয়ার আশায় মেতে
দিনের শেষে আঁধারেতে
নিবিড় সুরে তোমায় পেতে কাটে আমার দিন।