সময় হয়েছিল, তাই গিয়েছে সে চলে
আমরা বিলাপ করি অসময় বলে।
হায় নির্বাক বিধি! তোর এ কী খেলা
হাসায়ে কাঁদায়ে কাটাস অনন্ত বেলা?
কখনো কি কাঁদিস তুই, কখনো কি হাসিস
যারে ডেকে নিস কাছে, তারে ভালোবাসিস?
জানি, তোর এ রহস্য হবে নাকো ভেদ
তাই হেসে ক্ষমা করিস কবির এই খেদ।
সময়ের হিসাব ভূলে বসে আছি তীরে
সময় হলেই তোর, আমি যাবো ফিরে।
হে বন্ধু! আমাদের আগে তুমি করেছ প্রয়ান
হয়তো নিজেরে তাই ভাবিতেছ সৌভাগ্যবান!
হয়তো রহস্যের ভেদ বুঝে বলিতেছ হেসে -
ক্ষণ পরে বুঝিবে তুমিও নিজে এইখানে এসে।
*** আসরের অকাল প্রয়াত কবিবন্ধু অচিন্ত্য সরকারের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ