আমি যে এক ফেলে দেয়া ফুল
কেউ, নেয় না হাতে তুলে
কেউ শোকে না কেমন গন্ধ আছে
এমন নষ্ট ফুলে।
যে যায় দলে, যায় বলে নীরবে,
নষ্ট এ ফুল নিয়ে আর কী হবে?
তার চেয়ে যে ভাল থাকা ভুলে।
ঝরেও তবু মরেনি যে সাধ
উঠতে কারো হাতে
মন্দ বায়ে বিলাই গন্ধ তবু
কারো দুখের রাতে।
শুকিয়ে যাবার ক্ষণিক আগে
উদাস কারো অনুরাগে
সাধ জাগে সে পরুক আমায় চুলে।
সময় খেলে নিঠুর খেলা
রইলে পড়ে অধিক বেলা
পাপড়ি আমার গুড়িয়ে যাবে ছুঁলে।