এই তো আমার ঘর! সত্যিকারের ঘর!
হেথায় থাকে স্বজনেরা, আসেও কিছু পর।
এই ঘরে কেউ করেও যদি ভীষণ মহাভুল
হাসিমুখে তারেও আমি দিই যে কিছু ফুল -
ছোট্ট বলা 'দুঃখিত'-তে দেখায় যখন বিনয়
হৃদয় তখন ক্ষমার জলে উছল সাগর কি নয়?
ভুলের পথে ফেললে দু'পা কেউ কোন কুক্ষণে
হেথায় আবার ফিরিয়ে আনি বুকের আলিঙ্গনে।
নির্ভয়ে আর অকপটে মুক্ত কণ্ঠস্বরে
সুখ দুঃখের সবার কথা সবাই প্রকাশ করে।
দুঃখ ব্যথার দুঃসময়ে ধৈর্য নিয়ে বুকে
সাঁতার কাটি, ওপার গিয়ে হাসবো বলে সুখে।
একটুখানি সুখের মাঝেও সবাই ভীষণ হাসি
যে যেমন হোক, সবাইকে যে সমান ভালোবাসি।
হেথায় আছে সবার তরে আমার দুহাত খোলা
সবার ব্যথা আড়াল করা দেয়াল ও ছাদ তোলা।
এই তো আমার ঘর! সত্যিকারের ঘর!
হেথায় এলে কেউ থাকে না আমার সে আর পর।