বোকাজনে বোকা বলো, রাগে ক্রোধে ফুলে
বুদ্ধি তার দেখাবে সে টান দিয়ে চুলে।
বুদ্ধিমানে বোকা বলো, মৃদু হাসি দেবে
আরও জানা উচিত তার - মাথা পেতে নেবে।
খোঁড়াজনে খোঁড়া বলো, হবে যেন ঘোড়া
লাথি দিয়ে ভেঙে দেবে তব ঠ্যাং জোড়া।
সক্ষমে বলো খোঁড়া, হবে সাবধানী
দূর পথে নিতে পারে হাতে লাঠিখানি।
অন্ধজনে অন্ধ বলো, কান্নাতে ভেসে
পথ খুঁজে পেতে, হাত ধরবে সে এসে।
দৃষ্টি যার সুতীক্ষ্ণ, তারে বলো কানা
ভাববে সে, চাই আরও মুক্তমনে জানা।
চোরজনে ভুল করে বলো যদি চোর
বলবে সে, সাধু নেই গোষ্ঠিতে তোর।
সাধুজনে চোর বলো, অতি মৃদু হেসে
ইষ্টকর্মে নিষ্ঠাবান হবে ভালোবেসে।