পৃথিবীর নাট্যমঞ্চে কিছুটা আঁধার কিছুটা আলোক
জীবনের নাটক মঞ্চায়নে সময় তার পরিচালক।
যে তার রচয়িতা, সেই তার বিচারক, সেই দর্শক
পাণ্ডুলিপিহীন সংলাপ আর অভিনেতার সাজ চিত্তাকর্ষক।
অভিনেতারা অজান্তেই অনুক্ষণ করে যায় অভিনয়
মঞ্চে শুধু উদ্ঘাটিত পূর্বনির্ধারিত জয় আর পরাজয়।
পরাজিতের কণ্ঠে উচ্চারিত দাঁড়িপাল্লার বিচারে বিশ্বাস
বিজয়ীর কণ্ঠে গগন-প্রকাম্পক দাম্ভিকতা আর উপহাস।
দাঁড়িপাল্লার নাট্যকার নিত্য করে সফল নাটক মঞ্চায়ন
শেষ অংকের রহস্য তবু কোনদিনই হয় না উন্মোচন।
যার হাতেই থাক সেই দাঁড়িপাল্লা, সমতা বলে কিছু নেই
একমাথা উপরে উঠলে আর এক মাথা নিচে নামবেই।