জীবন যখন করে চলে শুধুই প্রতারণা
কেন যে তার পাই না ধারণা
হতাশ হয়ে অন্ধকারে ভাসি চোখের জলে
তখন যেন তোমার আশার আলো প্রভু জ্বলে।
যখন, কোন কিছুই হয় না যেমন চাই
যুদ্ধ করার শক্তিও না পাই
পরাজিত হয়ে যখন ভাসি চোখের জলে
তখন যেন হই বলীয়ান প্রভু তোমার বলে।
জগত যখন আমার প্রতি করুণাহীন নিঠুর
হিয়ার মাঝে কাঁদে সুরও বিধুর
নিঃসঙ্গতা বরফ জমায় আমার চোখের জলে
তখন যেন তা, তোমার প্রেমের উষ্ণতাতে গলে।
নিঃস্ব হওয়ার ভয়ে যখন মনে আসে লোভ
বঞ্চনাতে দেখাই যদি ক্ষোভ
তখন তুমি দাঁড়াও যদি নিঃস্বজনের দলে
আমায় তবে নিঃস্ব করে ভাসিয়ো চোখের জলে।